
খেলা
রঙ বে রঙের খেলা। পর পর সাজিয়ে দিলে – গোল্লাছুট, কানামাছি, চোর পুলিশ। এমন কি, পরিমাপিত বয়োজ্যৈষ্ঠ মননেও, সেই পুতুলে পুতুলে বিয়ে। মিথ্যে মিথ্যে নেমন্তন্ন আর গাঁদাফুলের পাতায়,পরিবেশিত মিছিমিছি অন্ন’র ঘ্রান।
খেলা – অনলে। খেলা - সলিলে। খেলা - অন্তিম লড়াই’এ। পর পর সাজিয়ে দিলে – বুদ বুঁদে ধোঁয়া ওঠা ঘ্রাণে আজ উজানের স্রোত, খড়কুটো’তে বেঁচে থাকার অদম্য শ্বাস প্রশ্বাস আর তোমার জন্যই যত্নে রাখা,কাঙালিনী’র হৃদয় পটে আজও প্রণয়িনীর সাজ ।
কলকাতা ।
সুদেষ্ণা চ্যাটার্জী
Reviewed by Pd
on
জুলাই ৩০, ২০১৩
Rating:
Reviewed by Pd
on
জুলাই ৩০, ২০১৩
Rating:
বেশ...
উত্তরমুছুনমাত্র ছয়টি লাইন । গুটি কয়েক শব্দের অলংকার । সব মিলিয়ে হারিয়ে গেলাম বাস্তবিকতায় ।
উত্তরমুছুনউৎসাহিত হলাম, আপনাকে পাশে পেয়ে। আন্তরিক ধন্যবাদ মল্লিকা সেন।
মুছুনrong be ronger khela ......
উত্তরমুছুনপরম পাওয়া ...মিষ্টি সোহেল !
মুছুনvishon porinito lekha .
উত্তরমুছুনশব্দের ভাবনা গুলি পর পর সাজিয়ে দিলে - স্খলনে , অনুভব - আত্মবোধ এবং মূল্যবোধ সম্পর্কিত পুঙ্খানুপুঙ্খ ভাবে বোঝা যায় ।
উত্তরমুছুনসুন্দর উপস্থাপনা হৃদয় থমকে গেলেও ।
vishon ekti valo lekha ...
উত্তরমুছুনমুগ্ধ হলাম কবি -
উত্তরমুছুন