সুবর্না গোস্বামী







দুরত্বের গহীন গান



তোমার কাছ থেকে ফিরে এলাম যখন
বিকেল সবেমাত্র শুরু করেছে ইমন কল্যাণ,
অথচ আকাশের উঠোন জুড়ে বেহাগের বৃষ্টি।
সৃষ্টির পাহার চুড়ো থেকে ঝুলে থাকা
প্রায় বিলুপ্ত একটি অরণ্যে
বাতাসের নিঃসঙ্গ শীৎকার
তুলে আনে বৃষ্টির বুক থেকে মাটির চুপকথা,
পাতার কপাল থেকে জোনাকির টিপ
আর আমাদের ক্রমশঃ দূরে সরে যাওয়ার একটি দিন
দীর্ঘ সর্পিল পথে পথ হারানো গোধূলির মত।
তারপর একদিন অভ্রচূর্ণ রঙিন হলে
জন্ম নেবে লাঙ্গলের ফলায় সুপ্ত স্বপ্নদূত
পথ জুড়ে ধ্রুপদী বর্ষা ...নিবিড় কোমল রাত্রি
রাতভর চুলের নেশায় নেশাতুর তোমার পথিক আঙ্গুল।

ঢাকা ।

সুবর্না গোস্বামী সুবর্না গোস্বামী Reviewed by Pd on জুলাই ৩০, ২০১৩ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.