
আষাঢ়েগল্প...
তোমায় নিয়ে একটা শ্রাবণ,
তোমায় পেলে হঠাৎ প্লাবন,
তোমার জন্যে ঝড়;
প্রেমকাহিনী লিখতে বসে,
ইচ্ছেডানায় ভর।
তোমায় নিয়ে গ্রীষ্মছুটি,
তোমার হাতে পোড়ারুটি,
আর খানিকটা গুড়,
তোমায় নিয়ে একপয়সায়,
আমেরিকা ট্যুর।
তোমার সাথে খাটবিছানা,
তোমার ছাদে দিচ্ছেহানা,
উড়ো সুরেরডাক,
হঠাৎ চুমু পেলাম বলে,
ভীষণ হতবাক।
তোমায় নিয়ে ব্রম্ভপুত্র
কিংবা আর্কিমিডিস সুত্র,
তোমায় নিয়ে কাঠমান্ডু যাবো,
বুকের মাঝে একলা ঘরে,
কবে তোমায় পাব?
তুমি এখন আকাশ জুড়ে,
হাসছ মিটি আলোকদূরে,
তোমায় আমি চিঠি লিখবই,
আপাতত আকাশ মাটির ,
দুরত্বটাই সই !
কলকাতা ।
ঊষসী ভট্টাচার্য
Reviewed by Pd
on
জুন ২৭, ২০১৩
Rating:
Reviewed by Pd
on
জুন ২৭, ২০১৩
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন