ঊষসী ভট্টাচার্য









ব্রেকিং নিউজ 



নাগরিকতার পত্তন হবে ফের, 
হাওয়ার ডাক নাম আওরাতে আওরাতে 
নতুন গন্তব্য এসেছে। 
খবরের কাগজ আজও ফেলেছি, 
ডাস্টবিনে –
‘ ধর্ষণ টর্ষণ কিচ্ছু না, সব ষড়যন্ত্র
সব ভুয়ো খবর” ...
এই স্টেটমেন্টই ঠিক,
মিথ্যে লিখে যত সব টি আর পি খাওয়া,
সব চক্রান্ত বিরোধীদের ।
আবহাওয়া দপ্তর ঠিক বলেছে এবার,
বৃষ্টি আসবে তুমুল-
এ বার এ শহর ভেসে যাবেই।
ব্যান্ডেজের তুলো ভরে উঠবে গর্তে,
আর কোন নিস্তার নেই
এ বার কাগজ ওয়ালা রা ঠিক কথা টা লিখবেই,
হেডলাইনের টাটকা খবর-
‘সব মিথ্যে – ষড়যন্ত্র, ভুয়ো খবর
বর্ষা টর্ষা নয়,
ব্রম্ভান্ড উল্টে দুন্ধুমার
সব প্রস্রাব আর প্রস্রাব’
এবার নাগরিকতার পত্তন ঠিক; হবেই ।

কলকাতা ।



ঊষসী ভট্টাচার্য ঊষসী ভট্টাচার্য Reviewed by Pd on জুন ২৭, ২০১৩ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.