
ধুলো
তোর নষ্ট হৃদয় শুধুই ধুলোমাখা
প্রতিটি গভীর রাত
ছাড়ে দীর্ঘশ্বাস
নগ্ন মেঘের বুক চিড়ে
ভগ্ন চাঁদের চোখে কেন আসে জল
নীলচে আকাশ - নীল ব্যাথায় ক্লান্ত কিসের জন্য আজ
তবে তুই তাহলে বল...
কালপুরুষকে একা রাত কাটাতে দেখেছে কয়জন
কতটুকু ভালবাসায় পুড়িয়েছিস মন
প্রতিটি রাতের পোড়া সলতের কতটা খবর রেখেছিস
নেভা প্রদীপের পোড়া তেল
ছুঁয়ে দেখিস কখনো ...
ঠাণ্ডা হিম হওয়া মৃত শরীরের মতন লাগবে
নিভে যাওয়া ধুলো মাখা নষ্ট হৃদয়ের
কবর ভূমি ওটা ...
ওই যে রাতের আড়ালে বেশ্যারা কাঁদে
তাদের চোখের কাজলে মিশে আছে প্রদীপের ছোঁয়া
ওই প্রদীপের সলতে দিয়েই বানিয়েছিল
চোখ বাহারি-মন্মোহিনী কাজল
আলো ফোটার আগেই ফুঁ দিয়ে নিভিয়ে দিস ওকে
ফুসফুসে যদি জোর না থাকে
তবে এক মুঠো ধুলো ছিটিয়ে দিস ...
কলকাতা ।
ব্যানার্জী পর্না
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৫, ২০১২
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৫, ২০১২
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন