আজম মাহমুদ








সমান দূর্গম নয়

কাঞ্চনজঙ্ঘার গিরিপথ সবার জন্য সমান দূর্গম নয়
কেউ দিন রাত সস্তা দরে চষে বেড়ায়, সারা বেলা করে
দাপাদাপি এমন ঈর্ষাতুর পথে পথে।
কেউ শুধু আমরণ স্বপ্নচারী, ব্রক্ষ্মচারী
ওমন রোমাঞ্চিত পথের ধারে ঘটে ওদের
কাল্পনিক মৃত্যু ভরা যৌবনে।
যখন পথের বুকে কেউ কেউ গ্রন্থিত খনি
হতে তুলে নেয় সোনা-রুপা, খেলা খেলে
রাম-শ্যাম ইতি-উতি,
তখন প্রজ্জলন চলে অবিরাম আরেক অন্তরে
কাঞ্চনজঙ্ঘার শুভ্রতা, কোমলতা আর
পুলক জাগানিয়া স্পর্শের ক্ষুধাতুর লোভ সম্বরনে।
তোমার পথ তুমি গড়েছো এমন রহস্যময়তায়
ওপথে কেউ ভিজে মরে, কেউ ভিজিয়ে বেড়ায়
বৃষ্টি কারো গায়ে পড়ে, কারো গা বেয়ে
বৃষ্টি তৈরী হয়ে ঝরে পড়ে তোমার পথে।
পথ শুধু পথ নয়, কখনও কখনও
পথিকের সাধন মন্ত্রে জেগে উঠা পিরামিড।
কাঞ্চনঙ্ঘার গিরিপথ সবার জন্য সমান দূর্গম নয়।


চলো যাই

চলো যাই;
দুরন্ত এই যৌবনের কাছে বৈদিক মন্ত্রোচ্চারণের
মতো শুনেছি নিজ কানে-
চলো যাই।
কৃষ্ণচূড়ার লাল হয়ে যাওয়া ডালপালাগুলো
বলে গেলো-
আমাদের নাকি চলে যাওয়াই ভালো।
এমন প্রেমের পটভূমি থেকে
কিছুতেই রঙস্বপ্ন উঠে যেতে দেওয়া যাবেনা
এই আবেগের জাগ্রত মূহুর্ত্বগুলো
ভিষণ উপদেশের সূরে বলে যাচ্ছে-
তোমাদের চলে যাওয়া ভালো।
এই প্রেম আর এই বেঁচে থাকা
যতোদিন আছে
চলো, চলে গিয়ে এদের বাঁচিয়ে রাখি
মুক্ত ঘর দরজায়...।

ঢাকা ।



আজম মাহমুদ আজম মাহমুদ Reviewed by Pd on ডিসেম্বর ১৫, ২০১২ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.