প্রিয়দীপ










প্রিয়দীপ প্রিয়দীপ Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১২ Rating: 5

১০টি মন্তব্য:

  1. অপূর্ব লেখনী ..চেতনা বোধ কে জাগিয়ে তোলে। শুভ কামনা কবি।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার উৎসাহ , আমাকে প্রেরনা যোগায় কবি । ধন্যবাদ ।

      মুছুন
  2. মন ছুঁয়ে গেলো; ভাল লাগলো খুব। প্রিয়দীপ,আপনার লেখা আরও এমন কবিতা পড়তে চাই ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কৃতজ্ঞ কবি বন্ধু । ভালো লাগে আপনার উপস্থিতি ।

      মুছুন
  3. ভালবাসা নয় কোন বিচ্ছিন্ন দ্বীপ
    এ কথাই বার বার বলে
    আমাদের প্রিয় প্রিয়দীপ

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হুম , দাদা ঠিক বলেছেন । উৎসাহিত হলাম আপনার উজ্জ্বল উপস্থিতিতে ।

      মুছুন
  4. যারা নীরবে শব্দের আল্পনায় রঙ মিশিয়ে গেলেন , তাদের প্রতি রইল রক্তিম অভিনন্দন । সকল কেই আগামী ৩১ শে আগস্ট এর শব্দের মিছিলের ১০ সঙ্কলনে আবারো আমন্ত্রন রইল ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অবশ্যয় আপনার সহযাত্রী থাকলাম-আগামী ৩১ শে আগস্ট এর শব্দের মিছিলে।

      মুছুন

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.