একটি রেলস্টেশনের গল্প
-যুবক অনার্য
তুমি চলে যাবার পর
রাত্রিরা আজো হতে পারে নি অন্ধকারহীন
চলে গিয়ে তুমি নিশ্চয়ই বেঁচে গেছো
জেলভাঙা কয়েদির মতো
আমার মত এক অর্ধ উন্মাদ
আর ভেগাবন্ডের সংগে ডোবার পাশ দিয়ে
কাঁচা রাস্তায় হেঁটে হেঁটে ক্লান্ত হবার
মানে নেই কোনো
চলে গিয়ে বুঝতে পেরেছো তুমি
প্রেম এক সাময়িক প্রতারণা
চিরস্থায়ী উপমা এখানে নিয়মসিদ্ধ নয়
অভ্যাসবশে দু'চারটে প্রেম তো মামুলি বিষয়
এসব নিয়ে ভাববাদী সেন্টিমেন্ট অচল হয়ে গেছে
তুমি চলে যাবার পর কোথাও থেমে নেই কিছু
শুধু একটি রেলস্টেশন
ট্রেনের অপেক্ষায় থেকে থেকে
গন্তব্যবিহীন নদী হয়ে গেছে ...
যুবক অনার্য / একটি রেলস্টেশনের গল্প
Reviewed by শব্দের মিছিল
on
আগস্ট ০৬, ২০২৫
Rating:
Reviewed by শব্দের মিছিল
on
আগস্ট ০৬, ২০২৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন