আজ তাদের কথা বলি
রাহুল ঘোষ
যে-সব শব্দেরা পরিত্যক্ত কাগজের ঠোঙার মতো উড়ে যাচ্ছে বেভুল হাওয়ায়, এসো আজ তাদের কথা বলি। আসলে আমরা তো চেয়েছি জ্যোৎস্নাময় আকাশ। বিশুদ্ধ আগুন থেকে জ্বালাতে চেয়েছি আলো। উজ্জ্বল রঙে করতে চেয়েছি অক্ষরের যাবতীয় কৃষিকাজ। অথচ প্রতিবার আমাদের আঙিনায় ঢুকে পড়েছে অন্ধকার। কাঙ্ক্ষিত শব্দেরা হারিয়েছে কোনো অজ্ঞাত বিষাদে। অথচ আমরা তো ভালোবেসেছি লেবুপাতার ঘ্রাণ। হৃদয়ের আন্তরিক জলে এঁকেছি প্রিয় নদীটির মুখ। কাঙ্ক্ষিত শব্দেরা যখন কিছুতেই আর ফেরে না উচ্চারণে, সেই জল রক্ত হয়ে ভাসিয়েছে হৃদয়ের অন্তরীণ ডাকবাক্স।
যে-সব শব্দেরা অচল পয়সার মতো অবহেলায় পড়ে আছে এখন; পড়ে আছে পথের ধুলোয়, এসো আজ তাদের কথা বলি।
রাহুল ঘোষ / আজ তাদের কথা বলি
Reviewed by শব্দের মিছিল
on
এপ্রিল ২৫, ২০২৪
Rating:
Reviewed by শব্দের মিছিল
on
এপ্রিল ২৫, ২০২৪
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন