মুসাফির
■ শেখ মোমতাজুল করিম শিপলু
দাও হে খানা মুসাফিরে
সম বন্টন খাও,
তুষ্ট হলে ঐ মুসাফির
স্রষ্টার তুষ্টি পাও।
মুসাফির নয় বন্ধু স্বজন
দিতে হবে আশ্রয়,
ধর্মের তাগিদ প্রেমের বাণী
ধার্মিকের মানতে হয়।
হিংসা বিদ্বেষ শেখায়নি তো
কোনদিনই ধর্ম,
উদারতা মাহাত্ম্য গুণ
ধর্মের অংশ কর্ম।
অগং ছেড়ে মুসাফিরে
বুকে টেনে নাও,
ঈশ্বর খুশি তবেই যদি
রহমত বরকত পাও।
প্রসস্থ হলে দানের হাত
বাড়ে নিজের মান,
ধর্মের প্রসার তোমার হাতে
বয়ে আনবে সম্মান।
শেখ মোমতাজুল করিম শিপলু | মুসাফির
Reviewed by শব্দের মিছিল
on
ফেব্রুয়ারি ২৬, ২০২৪
Rating:
Reviewed by শব্দের মিছিল
on
ফেব্রুয়ারি ২৬, ২০২৪
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন