কবিতাকে দুর্বোধ্য ভেবে
কবিতার পাঠ শিখিনি আমি
গল্পেও তেমন পারদর্শী নই,
গান সেতো ভুলেই গিয়েছি
নেশার ঘোরে আটকা পড়ে
শহরতলির সরাইখানায়।
রুটি আর মাংসের
দরকষাকষি করতে করতে
মানুষের সাথে তেমন ভাব জমে ওঠেনি,
ঘর্মাক্ত পিচ্ছিল হাতে যাকিছুই স্পর্শ করি
মনে হয় সব মৃত - জবুথবু লাশ।
পৃথিবী আদতেই একটা বিচিত্র গ্রহ
ঘূর্ণয়মান ক্ষুদ্র লাটিম,
টোকা দিলেই ছিটকে পড়বে ধূলোয়।
তবুও তার দখল নিতে
নৈমিত্তিক কূটচাল -তালবাহানা,
চারিদিকে অহেতুক যুদ্ধ যুদ্ধ খেলা
হিংসা - বিদ্বেষ, কাদা ছোঁড়াছুড়ি।
কবিতা, গল্প, গান, ভালোবাসা ভুলে
হিংস্র হায়েনার মতো দাঁত বের করে
দ্রুত এগিয়ে আসছে একদল নেকড়ে শূকর!
ওদিকে ক্ষেপে যাওয়া কতিপয় জংলি কুত্তা
দিনরাত ঘেউঘেউ ডেকে
অহেতুক শান্তির ঘুম নিচ্ছে কেড়ে।
মাহমুদ নজির | নেকড়ে
Reviewed by Test
on
আগস্ট ১২, ২০২৩
Rating:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন