কী আর করার আছে বলো কী আর বলার
কেউ যদি মিথ্যা বলে প্রতিনিয়ত
কেউ যদি ভেঙে ফেলে মন
টুকরো কাচের মতো আঘাতে আঘাতে।
কেউ যদি কথা দিয়ে কথা না রাখে
গোপন করে সব সত্য, অভিমানেে ফিরিয়ে নেয় মুখ।
কী আর জানার আছে বলো কী আর দেখার
কেউ যদি ভুলকে ভাবে ফুল,
ফুলকে ভুল জেনে ছুঁড়ে ফেলে পথে
কথায় কথায় তর্কে মেতে নিজেকেই ভাবে নির্দোষ।
কী আর চাওয়ার আছে বলো কী আর বাকি,
বুকের কষ্ট বুকে চেপে বেদনার ছবি আঁকি।
একদিন গাছ হবো, একদিন পাখি
ছায়া হয়ে মায়া হয়ে পাতায় পাতায় বেধে দেবো-
ভালোলাগা সম্পর্কের রাখি।
মাহমুদ নজির | রাখি
Reviewed by Test
on
জুন ২৭, ২০২৩
Rating:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন