কবিতা পথের
সামান্য পথিক আমি,
আমার কাছে কবিতা -
শব্দ ও উপলব্ধির অন্বেষণ
এই অন্বেষণ
কখনো শেষ হবার নয়।
কবির জন্য কবিতার পথচলা
দীর্ঘ ও অসমাপ্ত,
ভাল কবিতা লেখার
আকুতি ও অতৃপ্তি
তাঁর কখনো ঘোচেনা;
কবিকে তাই
কবিতার পথ থেকে কখনো
সরানো যাবে না।
কবিতা
এমন এক মাধ্যম
যাকে
ভাষার একটি মাত্র প্রেক্ষাপট দিয়ে
তুমি ধরতে পারবে না।
এর জন্যে প্রয়োজন
ছন্দ,মাত্রা, গতিশীলতা
সুর আর শব্দের মর্মার্থ।
অর্থময়তা আর পরিমিতিবোধ
কবির কবিতাকে করে তোলে
স্বতন্ত্র ও নিজস্ব স্বর।
কবিতা
কখনো আত্নকথন-
আর কবিরা
সময়ের কণ্ঠস্বর।
তারা
সমাজ পরিবর্তনের উদ্দীপনা
সঞ্চারিত করে যান
তরুনদের মাঝে
যারা
কবিতার মিছিলে, প্রতিবাদের মিছিলে,
দেশকে ভালোবাসার মিছিলে
অগ্রগামী থেকে
সময়ের দাবি পূরণ করে চলছে।
আমিও তাই
কলম হাতে
সেই শব্দের মিছিলে
শরিক হতে চাই ।।
তাহমিন আরা বেগম | একজন কবি ও তাঁর কবিতা
Reviewed by Test
on
জুন ৩০, ২০২৩
Rating:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন