PAN Card এর সাথে Aadhar Card link

আধার লিংক করুন প্যান কার্ডে

৩১শে মার্চের মধ্যেই শেষ সুযোগ ! এই নির্দেশ না মানলে অকেজো হবে প্যান কার্ড।

১) প্রথমে আপনাকে আয়কর পোর্টাল https://www.incometax.gov.in/iec/foportal/-এ গিয়ে ‘দ্রুত লিঙ্ক’ অপশনের অধীনে ‘লিঙ্ক আধার বিকল্প’-এ ক্লিক করতে হবে।

২) এখানে আপনাকে আপনার আধার কার্ড এবং প্যান কার্ড নম্বর লিখতে হবে। এরপর আপনাকে ‘Validate’ অপশনে ক্লিক করতে হবে।

৩) যদি আগে থেকেই আপনার আধার এবং প্যান কার্ড লিঙ্ক করা থাকে তাহলে আপনাকে ‘প্যান ইতিমধ্যেই আধারের সাথে লিঙ্ক করা হয়েছে’ অপশনে ক্লিক করতে হবে।

৪) যদি আধার কার্ডের সাথে PAN কার্ড লিঙ্ক না করা থাকে এবং NSDL পোর্টালে আপনি একটি চালান প্রদান করে থাকেন, তাহলে আপনার সেই টাকা জমার বিবরণ ইলেকট্রনিক ফাইলিংয়ে বৈধ হবে। প্যান এবং আধার করার পরে আপনি একটি পপ-আপ নোটিফিকেশন পাবেন। সেখানে আপনি ‘আপনার অর্থ জমার বিবরণ যাচাই করা হয়েছে’ দেখতে পাবেন।

৫) এই বিবরণগুলি পূর্ণ হলে আপনাকে ‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ছয় ডিজিটের OTP আসবে।

৬) আধার এবং প্যান লিঙ্ক করার জন্য রিকোয়েস্ট করার পর আপনি ‘Status’ দেখতে পাবেন।

৭) এছাড়াও মনে রাখতে হবে যে, প্যান কার্ড হোল্ডারদের লিংকেজ অনুরোধ জমা দেওয়ার পূর্বে চার-পাঁচ কাজের দিন অপেক্ষা করতে হবে।


বিস্তারিত আরো জানতে এখানে ক্লিক করুন


PAN Card এর সাথে Aadhar Card link PAN Card এর সাথে Aadhar Card link Reviewed by Test on জানুয়ারি ১৯, ২০২৩ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.