■ রাজসুখ
যথাযোগ্য উৎকোচের মূল্য বিনিময়ে
রাজসুখ পেয়ে গেছে গুটিকয় দোহার প্রবর
ভেড়ার পালের মতো এইসব জুয়াড়ির দল
আকণ্ঠ মদিরায় বেশ মজে আছে।
নিজের মাপের চেয়েও অতিকায় যে মুখ উচ্চকিত ছিল - স্বমূর্তি লেহনের
শ্লাঘায় নিমজ্জিত জগঝম্প খোশ
সাদার প্রলেপ তারই ধুয়ে ধুয়ে
ইদানিং খুলে পড়ছে মোহিনী মুখোশ
সাদার মহিমা দিয়ে যাবতীয় কটু গন্ধ আর কতদিন ঢেকে রাখা যায়!
ঝুলে পড়া মুখখানা ঢাকার প্রয়াসে দেখি
আরও কত অদম্য ছলচাতুরি।
লালসায় ভিজে মজে বুদ্ধির কিছু কারবারি
আরাম-বিরাম-সুখ যাপন বিলাসী
যতই ঝাপ্টা দাও কিছুতেই ভাঙবেনা ঘুম
দু'কান কাটা যত মেরুদণ্ডহীন
আনত হয়ে আছে মক্ষী বেদিমূলে
বেহায়ার লাজ নেই তাই উচ্ছিষ্টই পরমার্থ পরম আনুগত্যে নিয়েছে তা মেনে।
চিন্ময় ঘোষ | রাজসুখ
Reviewed by Test
on
ডিসেম্বর ৩১, ২০২২
Rating:
Reviewed by Test
on
ডিসেম্বর ৩১, ২০২২
Rating:

অপূর্ব কবিতা। সমসাময়িক ঘটনাপ্রবাহের জ্বলন্ত প্রতিচ্ছবি।
উত্তরমুছুন