∆গণতন্ত্র?
কোথায় গণতন্ত্র রে ভাই
কোথায় গণতন্ত্র
একের পর এক কেল্লাফতে
করছে স্বৈরতন্ত্র।
চলে গুলি পড়ে বোমা
ঝরে কত রক্ত
ওরা বলে আমরা হলাম
গণতন্ত্রের ভক্ত।
গলা টিপে গণতন্ত্রের
মারতে ওরা চায়
গণতন্ত্রপ্রেমী মানুষ
করে হায় হায় হায়।
কেউ জানে না গণতন্ত্র
আসবে কবে ফিরে
হারিয়ে সে যাচ্ছে দেখি
স্বৈরাচারের ভিড়ে।
গণতন্ত্রের সুদিন আসুক
আম জনতা চায়
স্বৈরাচারীদের তাড়াতে
আয়রে সবাই আয়।
অমরেশ বিশ্বাস | গণতন্ত্র?
Reviewed by Pd
on
মার্চ ২০, ২০২২
Rating:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন