শর্মিষ্ঠা ঘোষ | আছে তবু একজন

মিছিল

✓ আছে তবু একজন


আমাদের আছে বলবার মত একজন
যাকে ভেঙ্গেচুরে করেকম্মে খাচ্ছ
পায়ে দলছ ছিছি করছ রাতদিন
যেন সব শালা বারবনিতার সন্তান
কেন চুরি হল কেন লুটে খেল সব ইমানে
কেন খানখান বায়ুতে তৈরী ভরসা
পরিবর্তে সেখানেই কেন ফিরছ
শোনো এর নাম ভুয়োদর্শীর বীক্ষা
আমাদের তবু মিলেমিশে ছিল ঠিক ভুল
সব্বার মুখে হাসি ফোটানোর যজ্ঞে
আহুতি দিয়েছে কত নামহীন যোদ্ধাও
হারিয়ে গিয়েছে ফলকের ইতিবৃত্ত
আমাদের তবু আছে একজনা বলবার
কোন পথে গেলে মানবাত্মার মুক্তি
কোন দরজায় সুবাতাস খেলে শনশন
কোন জানালাটা স্বপ্ন দেখায় দুর্বার
ঘাম মজুরির সমানাধিকার শর্তে
আমাদের তবু দর্শন ছিল সাধবার
নবশিশুদল মুক্ত মননে জন্মাক
ভুল ধর্মের অপযুক্তিকে ঝাড়ু মার​
তিনি ভুল নন আমরা মূর্খ ধান্ধাল
অপপ্রয়োগের দায় এড়ানোও শক্ত
আত্মবীক্ষা ছাড়লে সেটাই মৃত্যু
তুমুল বাঁচাতো অভিযোজনের শর্তে



শর্মিষ্ঠা ঘোষ | আছে তবু একজন শর্মিষ্ঠা ঘোষ | আছে তবু একজন Reviewed by Test on ডিসেম্বর ২৩, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.