মুস্তারী বেগম | ঘুম ও একটি রাত



✓ ঘুম ও একটি রাত



বালিসের উপর কিছু জমা মেঘ
আঁধার আকাশের গায়ে লেপ্টে থাকা চাঁদ
মাছে মাছে নক্ষত্রগুলো জ্বলে ওঠে
একটি ধ্রুবতারা ও একটি ছায়াপথ।
ঘুমের মধ্যে কিছু ছেঁড়া রাত
একটি স্বপ্নের চাঁদ
রাত বেয়ে নেমে আসে কিছু ফুলের গন্ধ।

মুস্তারী বেগম | ঘুম ও একটি রাত মুস্তারী বেগম |  ঘুম ও একটি রাত Reviewed by Test on ডিসেম্বর ২৩, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.