■ কবিতা ও একটি কাক
কবিতার গা থেকে অহংকার সরে গেলে আমি নিঃস্ব হয়ে বসে থাকি। মুহূর্তের মধ্যেই গোছানো সংসার জুবুথুবু হয়ে পৃথিবীছিন্ন হয় দুয়ার থেকে উঠোন ছুটোছুটি করি, তন্নতন্ন করে ফেলি সবকিছু। বসার ঘর ছেড়ে চলে আসি বেডরুমে, তারপর সেখান থেকে সিঁড়িঘরের নিচের ঘুপচি, সেখান থেকে ছাদ।স্বস্তি নেই কোথাও। গিয়ে দাঁড়াই রাস্তার ঠিক মাঝখানের ট্রাফিক সিগনালে,
কয়েকটি কাক আচমকা মাথার ওপর দিয়ে উড়ে যায়। প্রবাদে শুনেছি কাক উড়ে যাওয়া কুলক্ষণ।কবিতাকে কাক ঠোক্কর দিচ্ছে, খুবলে নিচ্ছে তার পূর্বজন্ম পরজন্ম।
কবিতা আর কাক দৌড়চ্ছে, এবার আমার গা থেকে খুলে খুলে খসে পড়ছে অহংকার।
আমি কেন এযাবৎকাল ধরে বলে এসেছি, " আমি ছাইপাঁশ লিখি "
কবিতা ভয়ানক অহংকারী, তাই সে তার গা থেকে খুলে রেখেছে যাবতীয় অহংকার।
পিয়াংকী
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০২১
Rating:
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০২১
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন