অমরেশ বিশ্বাস​


■ ফেরত নাও

অমরেশ বিশ্বাস​

আমরা কৃষক তোমরা ভাব বুদ্ধি কিছুই নাই
তোমরা বুদ্ধিমানরা মিলে ঠকাতে চাও তাই।

অনেক মেহনতের ফসল আমরা তুলি ঘরে
চাইছ তা পুঁজিপতিরা কিনুক জলের দরে।

অন্ন যারা যোগায় মুখে মারতে তাদের চাও
এমন কেন বিচার বলো জবাবটা তার দাও।

মরতে কে চায়, অবশেষে কৃষক পথে নামে
মানতে হবে তাদের দাবি নইলে কি আর থামে।

পুঁজিপতি আছে যত বন্ধু হল তারা
তাদের স্বার্থে বানাও আইন কৃষক পড়ে মারা।

কৃষকেরা মানছে না আর একপেশে ফরমান​
কৃষক জানে লড়তে আবার দিতেও জানে প্রাণ।

তোমরা ভুলে গেছ কি সে 'জয় কিষান'এর নারা
এবার তোমরা করতে কি চাও তাদের সর্বহারা?

কৃষক দরদী হও যদি প্রমাণটি তার দাও
আনলে যে তিন কৃষি বিল তা সত্বর ফেরত নাও।

কালা কৃষি আইন ফেরত নিতে হবেই হবে
ক্ষেপে গর্জে ওঠা কৃষক শান্ত হবে তবে।

অমরেশ বিশ্বাস​ অমরেশ বিশ্বাস​ Reviewed by Pd on ডিসেম্বর ২৫, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.