■ বন্ধকী
কৌশিক চক্রবর্ত্তী
জন্মেছে শহরকেন্দ্রে নয়া রাজধানী
বিপথে ছিঁড়েছে তার লোভনীয় মূল
যাজক বসেছে সব ধর্মের সমানই
সেখানে ছুঁয়েছে তার জন্মের জরুল
ঠিকানা অজানা তবু ঘর গলিপথে
পাল্টেছে নিজের নাম রাষ্ট্রের মতোই
ফিরে ফিরে ডেকে গেছে যারা খালি হাতে
আমিও তাদের সামনে বেপরোয়া নই
সংঘাত নতুন নয়, পোশাকি কেবলই
যতই শরীর হোক শহরকেন্দ্রিক
থিতু হচ্ছে প্রতিদিন যত বর্জ্য, পলি
জেনেশুনে তার দায় মোহনারা নিক
বিপথে সারুক যত না-দেখা আঁচড়
ইতিউতি লেগে তার বন্ধকীর ঘোর
কৌশিক চক্রবর্ত্তী
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০২০
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০২০
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন