আয়ু থেকে চ্যুত হচ্ছে যোগঅঙ্কের হিসেব
জীবিত অধ্যায়ে আমি শুধুমাত্র ভাগফল মেলাতে ব্যস্ত ।
রোদের দুয়ারে ক্লান্তিহীন দুটো টলটলে চোখ , মাটির দাওয়ায় রাখা একমুঠো শীতলতার গায়ে অহংকার লেপ্টে রেখে ফিরে গেছে স্বঅস্তিত্বে । রোদ ঝাঁ ঝাঁ তেজালো দুপুরে এখন শুধুই শূন্যতার শব্দ ।
উপায়ী পুরুষের বুকে যেমন খড়কুটো জ্বলে অহোরাত্রি তুমি তেমন করেই সাঁওতাল রমণীর কালো কুৎসিত শরীর দীর্ঘনিশ্বাসে জেরবার করে তোলো ।
প্রতি পলকে আমার দেহ স্তব্ধ হয়ে যায়। কাব্যগ্রন্থগুলোর ধুলো ঝেড়ে আবার সাজাই ওদের বিবাহবাসর তবুও জলশোক ঝরে পড়ে না দুপক্ষের কোনো দিকেই ।
অথচ মনের কোণের যে চিলেকোঠায় গত তিনরাত আশ্রয়হীন লুটোপুটি খেলাম , নিজের প্রথম একফর্মার কাব্যগ্রন্থের সবচেয়ে প্রিয় কবিতাটা আবৃত্তি করবার বৃথা চেষ্টা করলাম, গলা চিরে গাইলাম বেসুরো নজরুলগীতি ....কই কোনো প্রতিবেশীটা এসে তো শোরগোল করেনি আমার উঠোনে
বরং লালন সাঁইয়ের ডেরায় তারা দর্শন পড়ে , নির্বিবাদে বাজি রাখে নিজের প্রথম প্রেমের উপহার , নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রুপম ইসলামের জীবনমুখী গানে বুকে গজিয়ে তোলে শিকড়, ধর্মগ্রন্থের পাতা ছিঁড়ে রুজিরুটির ঠোঙ্গা বানায় আবার সেই -ই রবিঠাকুরের জোড়াসাঁকোতে বসে মুক্তির শ্লোগান লেখে ...
এতসব ঘটে যায় নিয়মমাফিক নিঃশব্দে নিস্তব্ধতায় ।
পাপপূণ্য হিসেবখাতা টানাপোড়েন লড়াই সংসার কবিতা যৌনতা সবার কোঠা পূর্ণ করবার পর টুকরো-টাকরা যা পড়ে থাকে , মাছকাটার আঁশবটিতে কুচোবো বলে তাদের নিয়ে বসি ভরা সন্ধ্যার তুলসীতলায় ,
ভরন্ত আকাশের সাথে সঙ্গমের কুলোয় পেঁচিয়ে ওঠে ময়ালসাপ আর আমি তারই জন্য খুঁজতে থাকি নেউল ।
■ পিয়াংকী | অব্যক্ত
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০২০
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০২০
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন