■ মোচ্ছবে
শোক ছড়িয়ে আছে ধূপের গন্ধে
কর্কট শরীরের মতো ফলের গায়ে পচা গন্ধ
মন্ডপের শুভ্র রঙ ধামাচাপা গৈরিক
ভাইরাস উৎসব, আহা আনন্দ!
এ বছরে অঞ্জলি নেই, কালা অশৌচ
মহিলার শাড়ির খোল ছাই, পাড় নরুণ,
মিয়ম্রাণ মুখ, সন্ধি পুজোর আলোয়
প্রতিমার চোখে ক্লান্তির ভাঁজ, সবুজাভ
পদ্মপুষ্পে কীট, আলতা পত্র বিপর্যস্ত
ইয়া তিষ্ট ইয়া গচ্ছ, শান্তির জল পড়ল ছড়া
রিক্ত কোল, নিউ নর্মাল, শুধু ধর্ম নিত্য
দেবী তুমি সর্বংসহা !
শুভশ্রী সাহা
Reviewed by Pd
on
অক্টোবর ২১, ২০২০
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২১, ২০২০
Rating:

ভালো লাগলো।
উত্তরমুছুন