অতিক্রম
সময়কে ঈষৎ ফাঁক করে কোদালিয়া হয়ে ওঠা ধর্মপথ
অথচ দিনের জঠর থেকে নিমেষকে অবসর দিয়ে, আমার পুরোহিতের অধিক --ভিন্ন কেউ নেই কোথাও
আড়াল... তাও ছিঁড়ে যায়
তবু ছেঁড়া মানে তো টানাপোড়েনের মাথার নিচে
মার খাওয়া এক খেলা আর শুধু বিকলের ভঙ্গিমা
এইসব লাট খাওয়া দেখে সাফাই করে রাখা
খিদেসম্পন্ন আলজিভ
হ্যা, আমি সেই নিত্যজনের মিত্রকুল
হাত ফসকে যাওয়া জন্মের সম্ভোগ ফুঁড়ে
সকল বৈরিতা বহনের পর
গিলে নেয় নীল প্রজাতির অতিক্রম
■ পরিচিতি
রুমা ঢ্যাং অধিকারী
Reviewed by Pd
on
অক্টোবর ২১, ২০২০
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২১, ২০২০
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন