■ মোচ্ছব
আহারে আহারে করেই কাটিয়ে দিয়েছো ভ্রূণের জন্মকাল।
এবার সগর্বে মুখ বদলের পালা,
চেয়ে দেখ, খালপাড়ের বেওয়ারিশ লাশটাও ঢেকে গেছে সদ্য ফোটা কাশে।
ভুখা শিশুদের ভালোবেসেই বুঝি ঝাঁপ তুলেছে নামী রেস্তোরাঁ?
ধোয়া ওঠা প্লেটের কলজেতে ঔদ্ধত্য গুঁজতে গিয়ে
তুমি বুঝে গেছো নিশ্চয়-
ভেতরে কোথাও পচন ধরছে বলেই
মানুষ-পোড়া গন্ধেও অর্গাজম হয়।
রিমন ভৌমিক
Reviewed by Pd
on
অক্টোবর ২১, ২০২০
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২১, ২০২০
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন