দেবজিৎ দে

 

■ হাতছানি

কতবার করেছি ইশারা,নেড়েছি রুমাল
বোঝনি সংকেত,চলে গেছো রংরুটে
বিপদের ঘ্রাণ নিয়ে,ভেবেছি কপাল
একাকী খেলে যেতে হবে ফ্রন্ট ফুটে।
এভাবেই পথে,ঘাটে ও মাঝমাঠে
কতো অসহায় প্রস্তাব থমকে আছে
উৎসবে,উৎসবে সূর্য যায় পাটে
মৃত্য হাতছানি ডেকে নেয় কাছে।
দেবজিৎ দে দেবজিৎ দে Reviewed by Pd on অক্টোবর ২১, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.