আমাদের উৎসব। আমাদের হইহই। অসফল বালুকাবেলা। মায়ের সিঁদুর মুখ। হাসি। শালুক। অতিব্যস্ত দোকানবাজার, হাত। একক অসুখে বাজারজাত মন। বীক্ষনাগারে একাকী রোদের নাম। দূর, বহুদূর গবেষণাগারে ব্যস্ত একটি মুখ। আমার বোন। একাই থাকে। ছবি তোলে। গান গায়। কোকিলের ডিম। দেশে লিখে রাখা প্রেম। অশান্ত ঘুঘু। ডিমে বুক রেখে সুখ। নিবিড়তা নাম। বোনের ভীষণ সখ। এখানে আসবো। জলে ডোবানো পা। আঙ্গুল নাচবে এখন। ক্লিক, ক্লিক। এই ঝুপ করে আকাশ নামলো কোলে। আয় বসে পড়ি। সময় একটু দাঁড়াক। দেখ, উৎসব। কোলে কোল রেখে দূরত্বে বসে থাকি।
তোকে চিনিনা। আমাকেও কি তেমন করে চিনতে পারিস তুই?
■ সায়ন্ন্যা দাশদত্ত / মিছিল
Reviewed by Pd
on
অক্টোবর ২১, ২০২০
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২১, ২০২০
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন