পাথেয়
আকাশে মেঘ করে এলে
আজও থমকে দাঁড়াই মাঝপথে।
যারা ডান পথে হেঁটে গেলো
বলে গেলো-
আকাশের বুক ছুঁতে তারা ঢুকে যাবে
পাহাড়ের পেটে।
যে কজন বাম পথ ধরে গেলো,
তারাও জানালো-
ভেসে থাকা ঠিক শিখে নেবে রাঘব বোয়ালের কাছে।
বিভেদক ঘেঁটে আমি বুঝলাম
ওরা মানচিত্র আঁকতে শেখেনি।
কাকভোরে উঠে দেখি
কাঁটা ঝোপে ঢেকে গেছে
প্রাচীন পায়ের ছাপ।
মনে পরে,
সোজা পথে হেঁটে যাওয়ার কথা
বাবা ছাড়া কেউ কখোনো বলেনি।
রিমন ভৌমিক
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০২০
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০২০
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন