কৌশিক চক্রবর্ত্তী​

কৌশিক চক্রবর্ত্তী​

তেমনই বলছে দার্শনিক

 ​

গভীর হচ্ছে ক্ষতর দাগটা
নজর পড়ছে আজকে ঠিক
বৃষ্টি কুড়িয়ে বাঁচবে তুমিও
তেমনই বলছে দার্শনিক

এদিকে জমছে বিভেদ আনাচে
আমার শিকল, তোমার নেই
ঘরের ভিতরে অবাধ গালিচা​
হেঁটে যাব তার কার্নিশেই

ঘোর লেগে আছে সকল ছবিতে
রঙতুলি হীন, সাদাকালোর
তার চোখ থেকে বিষাদ শহরে
খোঁজ খোঁজ সেই নীল আলোর

ঘেরাটোপ থেকে ফুটছে শালুক
নদীপথ খুঁজে রোজ উজান
বেঁকছে নৌকা প্রতিটি সকালে​
ঘরে ঘরে তার মাঝির গান

অন্ধকারের ধ্বংস হয়না
পাল্টে যায়না বিষের স্বাদ
জিভের আগায় ছায়াপথ ঘেঁষে
কুড়িয়ে তুলো না সেই বিষাদ

গোলাপের কাছে শিখে নাও তবু
পাপড়ি খোলার সহজ দিক
তুমিও বাঁচবে, আমিও বাঁচব​
তেমনই বলেছে দার্শনিক
কৌশিক চক্রবর্ত্তী​ কৌশিক চক্রবর্ত্তী​ Reviewed by Pd on সেপ্টেম্বর ৩০, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.