শুভজিৎ দে

শুভজিৎ দে

বোবার আত্মকথন


তোমরা কত যুক্তি তক্কো করো !
কথার আঘাতের বদলে প্রত্যাঘাত করো
জয়-পরাজয় ঘোষনা করো শব্দে
উল্লাসে মেতে উঠো
দুঃখে কেঁদে ফেলো

আমি কেবলই নৈঃশব্দ খুঁজি
নীরবতা হাত ছুঁয়ে এগিয়ে চলি।
কত শ্লেষ শুনি আমাকে নিয়ে...
তবুও কথার আঘাতে প্রত্যাঘাত করি না।

তোমরা কি বোবা মানুষের রব শুনেছো?
কোনোদিনও?
কখনও?

শুভজিৎ দে শুভজিৎ দে Reviewed by Pd on আগস্ট ১৫, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.