ক্লাইমেট চেঞ্জ
বুকসেলফ থেকে আলো উড়ে যাচ্ছে আকাশে। আমি লটকে আছি কারেন্টের তারে। চোখ শুকোচ্ছে আঙুলের ডগায়।
বাঁচার প্যাটার্ন বদলে যাচ্ছে। মৃত্যুও। আজকাল চোখ দিয়ে কিছুই দেখি না। পেট দিয়ে দেখি।
এখন জৈবসারের কম্পিটিশনে— সমুদ্র ফুঁসছে।
রিংটোন জেনারেশন
রাস্তাটি আগের মতোই আছে। আর রাস্তার পাশে যে বৃক্ষটি দাঁড়িয়ে আছে, স্প্রিং এর প্রান্তে ফুল হাতে স্বাগত জানাতে আলো—
এখন সে ফুলের পাপড়ি থেকে ওড়ে যাচ্ছে বিষাদ-ঘ্রাণ। আর আমাদের অগোচরে কেউ সেই বিষাদ-ঘ্রাণ ভরে নিচ্ছে— প্লাস্টিকের নিজস্ব কন্টেনারে।
আর আমরা যে ফুলকে দলিত-মলিত করে প্রতিরাত ঘুমুতে যেতাম ; এখন সেই ফুল বহুমুখী এক প্রতিবাদী গল্প হয়ে ওড়ছে। যে গল্পের গ্রিলঘেরা দীর্ঘ বারান্দায়— আমরা এখন কেবল সময়ের এক রিংটোন জেনারেশন।
এ কে এম আব্দুল্লাহ
Reviewed by Pd
on
জুলাই ১২, ২০২০
Rating:
Reviewed by Pd
on
জুলাই ১২, ২০২০
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন