প্রি য় দী প / প্রসন্ন সত্য

প্রি য় দী  প   প্রসন্ন সত্য

প্রি য় দী  প 
প্রসন্ন সত্য 

সব খুলে দাও!
আমাদের চোখ ভরছে না
আমাদের জিভ নড়ছে না।

তুমি তো জানো -
আমাদের বিবেক
আমাদের সচেতনতা
আমাদের মানবতা -
এমনকি,
আমাদের কৃতজ্ঞতা !
গোগ্রাসে, চির সজাগ
হে রাষ্ট্র -

তাই ,
সব বন্ধ দরজা
সব অবরুদ্ধ লজ্জা
এমনকি,
সব নির্মোক রূপসজ্জা
সব খুলে দাও
সব তুলে দাও
মৃত্যুর অমোঘ উল্লাসে ....


প্রি য় দী প / প্রসন্ন সত্য প্রি য় দী  প / প্রসন্ন সত্য Reviewed by Pd on এপ্রিল ০১, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.