পার্থ সরকার

ঢলে পড়া মানেই   সূর্যাস্ত নয়   । পার্থ সরকার

ঢলে পড়া মানেই 
সূর্যাস্ত নয়  

ঢলে পড়াই মানে সূর্যাস্ত নয়
পশ্চিমদিক নয়

ঢলে পড়ে সৌজন্য
পৃথক অর্থের দাবীতে
পথে অসভ্য পোশাকের মিছিল
রিংটোনে ওঠে চিৎকার
প্রসাধনে লাল টুথপেস্ট
ঝকঝকে দাঁত

ভেসে যায় বাসন
দুপুরের ঠিক আগে
অন্য আস্তিনে ।

পার্থ সরকার পার্থ সরকার Reviewed by Pd on এপ্রিল ১৪, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.