জ্বলে
বুকের স্বদেশ
সম্মোহন বিদ্যায় তাদের পারদর্শীতায়,
তুমি মন্ত্রমুগ্ধ হয়ে পান করেছো খ্যাতির শরাব।
ঝলকের ঝিলিকে বাসনার জলে ও জালে, জ্বলে রূপের নহর।
ক্লান্তির অবসাদে টলে পা,
ঝাঁজালো টক টক লোবানে মুখোরিত বাতাসে শ্বাস নিই বিষাদের।
মাকড়সার ইন্দ্রজালে পোকা মাকড় আটকে গেলে যেমন করে,
তোমাদের মগজেও কিলবিল করছে বিশ্বায়নের মোহান্ধ আকাঙ্খা।
তাই তুমিও ইউরোপ আমেরিকার ইন্দ্রতান্ত্রিক আশক্তিতে উন্মাদ।
বাংলাদেশের ধড়িবাজ ফটকাবাজ দুর্নীতিবাজেরা এখন
কানাডায় সুশীল সোসাইটির পৌরহিত্যের আসনে বসার প্রতিযোগিতায় নেমেছে।
ঠিক ঠিক তোমার চারণ ক্ষেত্র, মদ মাদুলির মাদুরে।
মোহ মোহরের ইন্দ্রজালিক বাসনায় কোন কোন জল জলসায়
রূপের রুশ্নাই জ্বেলে জ্বালাও বুকের স্বদেশ।
মানিক বৈরাগী
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ১৩, ২০২০
Rating:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন