ভ্রমণের
কাছে যাবে
পরিপাটি ভ্রমণের কাছে যাবে এই স্থির ছিল,
কাঙ্খা ছিল চোখের আতসে ভ্রমণের লোমকূপ
খুঁজবে, প্রয়োজনে খনন- সত্যিই কি নীড় ছিল?
থাকে?যদি থাকে সেই নীড়ে তুমি ঝাঁপ দেবে ঝুপ
যাঞ্চা ছিল পা থেকে পা খুলে পরিপাটি ভ্রমণের,
দুই হাতে নাচাতে নাচাতে খোলা পা'র প্রদর্শন-
তোমার সমর্পণের কাছে সোজা ও বাঁকা পথের
সমস্ত সরোদ খুলে গিয়ে নাচবে অনুরণন
আমি জেনেছি এতটুকুই, তবু ভরে গেছি জয়ে
বুকে বন টিলা টাঁড় পথ সাগর পাহাড় হয়ে...
কাছে যাবে
পরিপাটি ভ্রমণের কাছে যাবে এই স্থির ছিল,
কাঙ্খা ছিল চোখের আতসে ভ্রমণের লোমকূপ
খুঁজবে, প্রয়োজনে খনন- সত্যিই কি নীড় ছিল?
থাকে?যদি থাকে সেই নীড়ে তুমি ঝাঁপ দেবে ঝুপ
যাঞ্চা ছিল পা থেকে পা খুলে পরিপাটি ভ্রমণের,
দুই হাতে নাচাতে নাচাতে খোলা পা'র প্রদর্শন-
তোমার সমর্পণের কাছে সোজা ও বাঁকা পথের
সমস্ত সরোদ খুলে গিয়ে নাচবে অনুরণন
আমি জেনেছি এতটুকুই, তবু ভরে গেছি জয়ে
বুকে বন টিলা টাঁড় পথ সাগর পাহাড় হয়ে...
স্বপ্ননীল রুদ্র
Reviewed by Pd
on
জানুয়ারি ৩১, ২০২০
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ৩১, ২০২০
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন