হয়তো সবটাই হ্যালুসিনেশন।
ঘাম জমা মনে পরিচিত হাসির আল্পনা আর টুকিটাকি অভিমান বিমর্ষ আঙুলে লেগে থাকা শুন্যতা কে চেটে পুটে খায়।
শিরশিরে ঠোঁটে শিকল ভাঙার পেলব স্পর্শে সব আগলে রাখা সম্পর্ক গুলো জানলা খুলে দেয়।
প্রতিবেশী মৃত্যুর বাড়ী তখন দিব্যি আসর জমিয়ে তুলেছে বন্ধ ঘরের ধূর্ত কীট।
হয়ত সবটাই বেড়ে যাও়ায় সময়। সবটাই হ্যালুসিনেশন!
তবুও নিজেকে উজাড় করতে শেষ বিকেলের আলোয় আমি ছাদের নির্মাণ হয়ে যাই।।
বন্যা ব্যানার্জী
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১৯
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১৯
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন