বাতাস পুরুষ
আমি বসুন্ধরা। শুকনো পাতার ওপর বিছিয়ে দিয়েছি 'র' এর মতো স্তন যুগল,
সবুজ অরণ্যে মেলে ধরেছি 'ঞ' এর যোনি ,
উল্টানো 'ভ' এর মতো আমার বন্ধ্যা গর্ভ মাথা নিচু করে শুয়েছিল নদীর ওপর ,
আমি ইশারায় ডেকেছি তোমাকে মাটি কোপাতে,
বীজ বুনতে তুমি বংশ পরম্পরায় জন্ম-কৃষক,
লাভ-ক্ষতি নির্বিশেষে ফসল ফলানোই তোমার একমাত্র কাজ,
তুমি যুগ যুগান্ত মাঠে মাঠে আলো চাষ করো আর ঝলমল করে মহাজনের গোলা ...
আমি বসুন্ধরা। শুকনো পাতার ওপর বিছিয়ে দিয়েছি 'র' এর মতো স্তন যুগল,
সবুজ অরণ্যে মেলে ধরেছি 'ঞ' এর যোনি ,
উল্টানো 'ভ' এর মতো আমার বন্ধ্যা গর্ভ মাথা নিচু করে শুয়েছিল নদীর ওপর ,
আমি ইশারায় ডেকেছি তোমাকে মাটি কোপাতে,
বীজ বুনতে তুমি বংশ পরম্পরায় জন্ম-কৃষক,
লাভ-ক্ষতি নির্বিশেষে ফসল ফলানোই তোমার একমাত্র কাজ,
তুমি যুগ যুগান্ত মাঠে মাঠে আলো চাষ করো আর ঝলমল করে মহাজনের গোলা ...
সীমা ঘোষ দে,সাহিত্য জগতে পরিচিত সাঁঝ নামে ।জন্ম-১৯৯০ সালের বর্ধমান জেলার মেমারীতে।পড়াশোনা-বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম .এ, পেশা -শিক্ষকতা।মূলত কবি ,কবিতার পাশাপাশি বিভিন্ন পত্র পত্রিকায় ছোটোগল্পও প্রকাশিত হয়েছে। প্রকাশিত বই 'যুদ্ধনদী এবং অনন্য'(২০১৭) ধানসিঁড়ি (২০১৯)
সীমা ঘোষ দে (সাঁঝ)
Reviewed by Pd
on
মে ২৬, ২০১৯
Rating:
Reviewed by Pd
on
মে ২৬, ২০১৯
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন