অমিতাভ দাস

অমিতাভ দাস
অগ্নিছাই

চারিদিকে শুধু ছাই আর ছাই।
স্পর্ধা দাহ হয়ে যায় রোজ,আপোষের বুকে মাথা রেখে।
নদীর মতো চোখ বদ্ধ কারখানার ভেতর এখনো খুঁজে চলে
এক চিলতে রোদ,কানে আসে অবর্ননীয় যন্ত্রনা মাখা চিৎকার।
সভ্যতা জুড়ে আগুন জ্বলে,দাউদাউ আগুন!
চারিদিকে শুধু ছাই আর ছাই।
সভ্যতা অগ্নিছাই মেখে শ্মশানবাসী!



অমিতাভ দাস অমিতাভ দাস Reviewed by Pd on এপ্রিল ১৫, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.