পিন্টু ঘোষ

পিন্টু  ঘোষ
"জড়িমা" 

ছেলেটির কাছে প্রতি রাতে চাঁদ আসে
মেয়েটির কাছে প্রতি রাতে চাঁদ আসে
ছেলেটিকে বলে, সে তার বাবার প্রাক্তন প্রেমিকা
মেয়েটিকে বলে, সে তার মায়ের প্রাক্তন প্রেমিক
তারা দু'জন অবাক চোখে
আকাশের দিকে চেয়ে থাকে
                        দেখে একফালি চাঁদ
আর ভাবে সময়ের
     সাথে এক সম্পর্ক কতটা
                  আলোকবর্ষ পার হয়ে যায় ...



পিন্টু ঘোষ পিন্টু  ঘোষ Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.