বিউটি সাহা

বিউটি সাহা
"না বোঝার ভান"

এখনও বুঝতে
শিখিনি আমরা,
কিসে ভালো হয়
কিংবা মন্দ!
অথবা বুঝেও
চোখ বুজে নিই
দেখেও ভাঙাচোরা
খানাখন্দ!

শুনেছি বয়স -
বাড়লে পরেই
বুদ্ধিতেও আসে
শানিত ধার!
কিংবা বুঝেও
না বোঝার ভান ...
রঙে ঢাকা
পক্ক কেশের সম্ভার।



বিউটি সাহা বিউটি সাহা Reviewed by Pd on ডিসেম্বর ৩১, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.