কৌশিক চক্রবর্ত্তী

কৌশিক চক্রবর্ত্তী
ময়নাতদন্ত 

(১)
কোনো এক দিন ছেলেবেলা খুঁটে
জেগে উঠেছিল পৃথিবীর অন্য ধানমাঠ
লুকোনোর জায়গা ছিল খোলা
নিঃশর্তে খুলেই রেখেছিলাম
ধান কেটে রাখবার সমস্ত উঠোন
পরিযায়ী পাখিদের জন্য
বাঁচিয়েও রেখেছিলাম ভ্রান্তিহীন শূন্য পরিখা
পালকের ধর্ম ছিল ছেঁটে ফেলা ধানমাঠে
লুকিয়ে আদর নেওয়া

(২)
এখন নকল যুদ্ধে
যথারীতি লুটিয়ে পড়েছে কিছু অস্ত্রহীন শব
ভিত খুঁড়ে পাওয়া যাচ্ছে না
মৃত শিশুবেলা আর অঙ্গহীন ধানের রক্তদাগ
আসলে সকলেই যুদ্ধ বাধাতে চেয়েছিল
আর যুদ্ধ চেয়েছিল প্রকৃত ফলাফলের আগে
সমস্ত ক্ষতচিহ্ন জুড়ে গোলাপের বীজ বুনে নিতে

(৩)
আমিও শিকড় তুলছি
মৃতদেহ থেকে যেভাবে অনর্গল ঝরে পড়ছে আদর
সেলাই দিয়ে সেভাবেই লুকোনো হচ্ছে দুঃসংবাদ
যেকোনো মুহূর্তেই আমি সমস্ত ভালোবাসার
খোলামাঠে ময়নাতদন্ত চাই...



কৌশিক চক্রবর্ত্তী কৌশিক চক্রবর্ত্তী Reviewed by Pd on ডিসেম্বর ৩১, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.