বিউটি সাহা

বিউটি সাহা
সত্যিকারের 
জীবন যাদের

সত্যিকারের জীবন যাদের
তারা মৃত্যু নয়
শুধু জন্ম খোঁজে।

সত্যিকারের জীবন যাদের
তারা পথচলাতে শত দুঃখেও
কেবল আনন্দ খোঁজে।

সত্যিকারের জীবন যাদের
শ্রাবণ দিনের সিক্ত ধারায়
উর্বরতার বাস্তব খোঁজে।

সত্যিকারের জীবন যাদের
তারা স্বপ্ন নয়
শুধু সত্যি খোঁজে।


বিউটি সাহা বিউটি সাহা Reviewed by Pd on নভেম্বর ৩০, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.