লেখক -
এখন চারপাশে,বেশ কিছু মুখ ঘোরে,আমার মতো।
এরা কী গুপ্তচর?আড়চোখে কেন করে,পর্যবেক্ষণ!
নিশুতি লেখকের কলমে,এরাই কি যোগায়,বিব্রত?
নাকি,সৃষ্টির আরম্ভ থেকেই দৃপ্ত,এদের পদচারণ!
'স্যার,আপনার চা';অর্থাৎ ভোর;সূর্যের অজান্তেই-
একযুগ দুরভিসন্ধি বর্ণের পরিশ্রম,আলস্যে বোনা...
ক্রীতদাস শোনেনি নিহত আলোর পতঙ্গভুক সানাই
কারণ,কোনও মেঘ জানেনা,বৃষ্টিরও আছে,তৃষ্ণা।
তৃতীয় বিশ্বের চুলে,এক মাতাল নেশার গন্ধ শুঁকে
ভুল বকছে ক্রমাগত;শর্তাধীন নির্ণায়ক দুর্নাম,তাঁর।
অথচ সে'ও পেয়েছিল সাফল্য,বিভিন্ন পরীক্ষাকক্ষে
তাই,আমারও ভেঙেছে ভুল,ছাইদানি,এবং বেতার।
হে পয়গম্বর,হে নব্য বিধাতা,আজন্ম বিরুদ্ধ ঠোঁটে...
লেখক সব সম্প্রীতির ঊর্ধ্বে,এমন'কি সিগারেটে!
এখন চারপাশে,বেশ কিছু মুখ ঘোরে,আমার মতো।
এরা কী গুপ্তচর?আড়চোখে কেন করে,পর্যবেক্ষণ!
নিশুতি লেখকের কলমে,এরাই কি যোগায়,বিব্রত?
নাকি,সৃষ্টির আরম্ভ থেকেই দৃপ্ত,এদের পদচারণ!
'স্যার,আপনার চা';অর্থাৎ ভোর;সূর্যের অজান্তেই-
একযুগ দুরভিসন্ধি বর্ণের পরিশ্রম,আলস্যে বোনা...
ক্রীতদাস শোনেনি নিহত আলোর পতঙ্গভুক সানাই
কারণ,কোনও মেঘ জানেনা,বৃষ্টিরও আছে,তৃষ্ণা।
তৃতীয় বিশ্বের চুলে,এক মাতাল নেশার গন্ধ শুঁকে
ভুল বকছে ক্রমাগত;শর্তাধীন নির্ণায়ক দুর্নাম,তাঁর।
অথচ সে'ও পেয়েছিল সাফল্য,বিভিন্ন পরীক্ষাকক্ষে
তাই,আমারও ভেঙেছে ভুল,ছাইদানি,এবং বেতার।
হে পয়গম্বর,হে নব্য বিধাতা,আজন্ম বিরুদ্ধ ঠোঁটে...
লেখক সব সম্প্রীতির ঊর্ধ্বে,এমন'কি সিগারেটে!
শুভদীপ পাপলু
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১৮
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন