আজকে হটাৎ ঘুমের মাঝে
স্বপ্ন এলো সত্যি
মাথা তুলে দাড়িয়ে আছে
বিরাট বম্মদত্যি।
বললে আমায় চিন্তা কিসের
আছি আমি পাশে
এইনা বলে হো হো করে
উঠলো ভীষণ হেসে।
বল কি চাই নিমেষে
তোর হবে ইচ্ছে পুরো
কোথায় যাবি সাগর দ্বীপ
না পাহাড় চুড়ো।
খেতে চাস মন্ডা মিঠায়
নইলে মিহিদানা
সব কিছুই আনতে পারি
নেইতো আমার মানা।
এই সব শুনে দরুন খুশি
হলাম আমি যেই
চোখ খুলতেই সব উধাও
কেও কোথাও নেই।
বিদ্যুৎ মিশ্র
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১৮
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন