মন্দিরা ঘোষ

 মন্দিরা ঘোষ
হ্যাশট্যাগে

একটি ভাঁজকরা  বিপথগামীতা
একাদশীর ঝাউবনে
 চিকমিকে সিলিকন ইশারার স্বপ্ন

চ্যাটচেটে চাঁদের আলো
একদল ঘেয়ো আবদার
ভদকা বিলাপে জীবনমুখী
তার লা লালা.........
তেঁতুলবনে হয়নি আলাপ

ডানার লুকোনো এক্কাদোক্কা খেলা
 অনুঘটক ঝুঁকে থাকে
ঝিনুক, রক্ত এবং বিষাদের
আলনায়

হ্যাশট্যাগে  লাল নীল পালক আর
দোমড়ানো হিসহিসে অক্ষমতার ছবি
 মুখপুস্তকের দেওয়াল জুড়ে
নরম মাংসের ঘুমন্ত সেলুলয়েড



মন্দিরা ঘোষ  মন্দিরা ঘোষ Reviewed by Pd on নভেম্বর ৩০, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.