মীনাক্ষী ঘোষ



সমুদ্র-সন্ধান...
মীনাক্ষী ঘোষ

একটা কাঁটাতার পেরোতে
কতটা সময় লাগে?
একটা জীবন পেরোতে
যতটা সময় লাগে
তারো চেয়ে বেশী বুঝি!!

কতটা গভীরে গেলে
মনের ভেতরে
আর একটা মনন তৈরী  হয়??

কতটা ঝিনুকবেলা পার করে
অভিসারী মন
ক্রমাগত খননে, ক্ষরণে??

অবিরত  বুকে যার সমুদ্র সন্ধান...




মীনাক্ষী ঘোষ মীনাক্ষী ঘোষ Reviewed by Pd on নভেম্বর ২৪, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.