তবু আশা জাগে
উৎসব গুলো এখন খুব খেলো মনে হয়
এক্সট্রা রঙের প্রলেপ দিয়ে রঙ্গমঞ্চ
মুখোশ মুখ আর প্রতিশ্রুতির মিথ্যে ফুলঝুরি
বিশ্বাস করো প্রতিদিন বমি গুলো জড়ো হয়
দুর্গন্ধ নিয়ে বেঁচে থাকে আমাদের আধমরা মন
বাতাসেও শ্বাস নিতে কষ্ট হয়
অন্ধকারে আলো নেই ,আলো জ্বালাবার মানুষ নেই
তবু পরান কাকা চেঁচিয়ে ওঠে -
আইসো সগায় আইসো ফির হামার মাঠ ভরাই এই নবান্নে .......!
শুভাশিস দাশ
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১৮
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ৩০, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন