শুভাশিস দাশ

শুভাশিস দাশ
নদী কথা 

নদী আর উৎসবে মজে না
নদীগুলো এখন কান্না বয়ে আনে
আমরাই পাথর মেরেছি ওর বুকে
ওকে বাঁধতে গিয়ে নষ্ট করেছি ওর প্রেম
ওর যৌবন, নষ্ট হয়েছে যাবতীয় উৎসব
তিল তিল করে ক্ষয়ে ক্ষয়ে
রুখে দাঁড়িয়েছে সভ্যতার দিকে
নষ্ট হতে হতে কতটা নির্মম হওয়া যায়
এ সত্য নদীও জানে

আর নদীর কথা শুনিয়ো না
নদী এখন মানুষের থেকে দূরে চলে গেছে




শুভাশিস দাশ শুভাশিস দাশ Reviewed by Pd on সেপ্টেম্বর ৩০, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.