অমরেশ বিশ্বাস

অমরেশ বিশ্বাস
শরতে মন

নদীর চরে কাশফুলেরা
খুশিতে দোল দোলে
সাদা মেঘের ভেলা ভাসে
নীল আকাশের কোলে।

উড়তে দেখি শ্বেত বলাকা
শরৎ এলে পরে
খোকা খুকুর মন তা দেখে
আনন্দেতে ভরে।

শিউলি গাছের ডাল গুলিতে
পাপড়ি মেলে কুঁড়ি
আকাশ ছোঁবে সেই আশাতে
উড়তে দেখি ঘুড়ি।

মনটা উড়ে পাখনা মেলে
শরৎ এলে পরে
তখন কি আর ইচ্ছে করে
থাকতে কারো ঘরে।



অমরেশ বিশ্বাস অমরেশ বিশ্বাস Reviewed by Pd on সেপ্টেম্বর ৩০, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.