শুক্লা মালাকার


⤺এই দেশ এই স্বাধীনতা

যুদ্ধের দিন পেরিয়ে মাথা উঁচু করে থাকার দেশে
কেন আজও নুইয়ে পড়ে আছে স্বাধীনতা
আজও কেন মানুষ মরে অনাহারে
লাঞ্ছিত হয় নারী!

যে সমাজ পৌঁছোতে চেয়েছিল মহাকাশে
তার গায়ে আজও লেগে আছে কুসংস্কারের ক্ষত!
সেই কবেকার গণতন্ত্রের অহংকার
জাতিভেদে ধুলিস্যাত।

এদেশের আকাশে ঝুলে আছে, এখন ধার্মিক মেঘ
নীচে মানসিক বিকারগ্রস্ত ‘ভারত’

তার রুগ্ন মুঠো খুলে পালাচ্ছে স্বাধীনতা। 


----শুক্লা মালাকার
শুক্লা মালাকার


শুক্লা মালাকার শুক্লা মালাকার Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.